সাম্প্রতিক দেশকাল খুব গুরুত্বপূর্ণ প্রকাশনা: সিরাজুল ইসলাম চৌধুরী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৭ এএম | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৮ পিএম

সিরাজুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

সিরাজুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

সাপ্তাহিক পত্রিকা যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে এবং এখন সাপ্তাহিক পত্রিকা প্রায় নাই। তো সেই পরিপ্রেক্ষিতে এই সাম্প্রতিক দেশকালকে আমি খুব গুরুত্বপূর্ণ প্রকাশনা বলে মনে করি। 

এখানে যেমন নামের মধ্যেই দেখতে পাচ্ছি যে দেশের কথা আছে এবং দেশের কথা থাকলে তো অনেক কথা আসবে। কিন্তু দেশের সাথেই যে কালের কথাও আছে এবং এ কালটা যে কেবল আমাদের দেশের কাল তা নয় এটা সারা বিশ্বের কাল; তারও প্রভাব এখানে এসে পড়ছে। এই জিনিসগুলা আমি এই পত্রিকাতে দেখতে পাই। এখানে প্রবন্ধগুলো বেশ বিশ্লেষণমূলক এবং চিন্তামূলক হয়। সেজন্য এগুলো আমার ভালো লাগে। আমি এই পত্রিকা নিয়মিত পাই এবং নিয়মিত পড়ি। 

এখন যখন এটা দশম বর্ষে পদার্পণ করছে তখন আন্তরিকভাবে অভিনন্দন জানাই, কারণ যে বৈরী পরিবেশে অন্য পত্রিকা, সাপ্তাহিক পত্রিকাগুলো টিকতে পারে নাই বা ম্রিয়মাণ হয়ে গেছে সেখানে এই পত্রিকা আছে এবং ক্রমাগত লক্ষ করছি এর মান বাড়ছে। সেটা আমার জন্য আনন্দের বিষয়। এবং তিন মাস পর পর যে একটা বিশেষ সংখ্যা বের হয় সেটাও খুব সমৃদ্ধ বলে আমি দেখি এবং আগ্রহের সঙ্গে পড়ি। 

আমি অভিনন্দন জানাচ্ছি এই পত্রিকাকে এবং এর উত্তরোত্তর উৎকর্ষ বৃদ্ধি আমি আশা করি এবং সেজন্য অপেক্ষা করব।

সিরাজুল ইসলাম চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh