সাম্প্রতিক দেশকালে একপেশে মন্তব্য স্থান পায় না

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ পিএম

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সাম্প্রতিক দেশকালের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। পত্রিকাটি আমি পড়ি। এটা অত্যন্ত ভালো পত্রিকা। এর ইতিবাচক দিক হলো পত্রিকাটিতে রাজনীতি, সমাজের বিভিন্ন সমস্যা এবং অর্থনীতি বিষয়ে বিস্তর নিউজ থাকে এবং বিশ্লেষণধর্মী অনেক নিবন্ধ থাকে।

শুধু অর্থনীতি নয়, রাজনীতি নিয়েও আলোচনা করতে হবে। সেদিক দিয়ে সাম্প্রতিক দেশকাল একটি ভালো পত্রিকা। আর একটি কাজ সাম্প্রতিক দেশকাল করে সেটা হচ্ছে ইমপারশিয়াল। কোনো একপেশে মন্তব্য এখানে স্থান পায় না। পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্টরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আমি পত্রিকাটির বহুল প্রচার কামনা করি।

সালেহউদ্দিন আহমেদ, অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh