লাতিন আমেরিকার আকাশে আরেকটি চীনা নজরদারি বেলুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৪ পিএম

চীনা নজরদারি বেলুন। ছবি: সংগৃহীত

চীনা নজরদারি বেলুন। ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার আকাশে আরেকটি চীনা নজরদারি বেলুনের সন্ধান পাওয়া গেছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে সিএনএন। 

যুক্তরাষ্ট্রের আকাশে প্রথমবারের মতো গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এমন নজরদারি চীনা বেলুনের সন্ধান পাওয়া যায়।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার এক বিবৃতিতে বলেছেন, ‘লাতিন আমেরিকার আকাশে একটি বেলুনের রিপোর্ট দেখছি, এটি চীনের আরেকটি নজরদারি বেলুন।’

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অবস্থানরত তিনটি বাসের সমান সাইজের বেলুন গুলি করে ভূপাতিত করার কথা ভাবা হলেও এতে কোনো ধরণের তেজস্ক্রিয় পদার্থ থাকতে পারে এবং এতে মানুষজনের সম্ভাব্য ক্ষতি বিবেচনায় নিয়ে সে চিন্তা থেকে সরে আসেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাবশত বেলুন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে গেছে। 

অন্যদিকে এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আগামী সপ্তাহের চীন সফর স্থগিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh