রাষ্ট্রপতি পদে আগ্রহ নেই, কেউ প্রস্তাবও দেয়নি: কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৮ পিএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৪ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদ পেতে ব্যক্তিগতভাবে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাছাড়া এখন পর্যন্ত কেউ এ সংক্রান্ত প্রস্তাবও দেয়নি বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী হিসেবে এখনও অনেক কাজ বাকি আছে। দায়িত্ব অসম্পূর্ণ রেখে এত বড় পদে যাওয়ার কোরো আগ্রহ আমার নাই।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন তোড়জোড়ের ব্যাপার নয়, সময় মতো আমরা আমাদের প্রার্থিতা ঘোষণা করবো। এটা নিয়ম অনুযায়ী হবে। সংসদীয় দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। তিনিই এ বিষয়ে চিন্তাভাবনা করছেন। সময় মতো জানতে পারবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্রপতি পদের জন্য যে যোগ্যতা প্রয়োজন, এ যোগ্যতা আমার আছে বলে মনে হয় না। এ পদে বসার যোগ্যতা আমার নেই, এ কথা আমি বলেছি। আমি নিজে কাজের মানুষ। দৌঁড়াদৌঁড়ি, ছোটাছুটি করি।

তিনি বলেন, তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়েছি, দলের অনেক কাজ আমার বাকি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েও অনেক কাজ বাকি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, সেগুলো পালন করাই আমার কর্তব্য। এটাই আমার কমিটমেন্ট। নতুন করে কোনো কমিটমেন্ট দিতে চাই না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh