জাতীয় গ্রন্থাগার দিবসে শিশুদের বই পড়া প্রতিযোগিতা

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১০ এএম

বিজয়ী শিশুদের পুরস্কৃত করা হয়। ছবি: শেরপুর প্রতিনিধি

বিজয়ী শিশুদের পুরস্কৃত করা হয়। ছবি: শেরপুর প্রতিনিধি

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শেরপুর জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের বই পড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় পৃথক দুটি গ্রুপে ছয়জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। 

পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সখিনা আক্তার। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও লেখক জ্যোতি পোদ্দার, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান জানায়, জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশু একাডেমির বই বিক্রয় কেন্দ্রের সব বইয়ের উপর পঞ্চাশ ভাগ ছাড় দেয়া হয়েছে। এছাড় চলবে আগামী তিনদিন পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh