আগামী সপ্তাহে সাফের ভাগ্য নির্ধারণ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৭ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ব্যবস্থাপনায় পুরুষ সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের খেলা হওয়ার কথা আগামী ২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত। টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ চূড়ান্ত হলেও ভেন্যু নিয়ে দেখা দিয়েছে জটিলতা।

নির্ধারিত সময়ের মধ্যে (২৯ জানুয়ারি) ভেন্যু পেতে কেবলমাত্র নেপাল আবেদন করেছে। অথচ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান চাইছে টুর্নামেন্টটি ভারতে হোক। বিষয়টি নিয়ে দ্বন্ধে রয়েছেন সাফের কর্তারা। তাই ভেন্যু সুরাহা করতে আগামী সপ্তাহে সভা ডেকেছে সাফ। আগামী মঙ্গলবারের সেই সভায় এ বছরের সাফের ভাগ্য নির্ধারণ হবে। ভেন্যুসহ সবকিছু চূড়ান্ত হওয়ার কথা এই সভায়।

এ প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) বলেন, ‘সভায় পৃষ্ঠপোষক হিসেবে যাদের নাম গৃহীত হবে তাদের শর্ত মেনেই টুর্নামেন্ট ভারতে আয়োজন করতে হবে। ভারত টুর্নামেন্টের স্বাগতিক হওয়ার জন্য আবেদন না করলেও সাফের পারিপার্শ্বিক পরিস্থিতিতে ভারত স্বাগতিক হতে রাজি আছে। ভারত স্বাগতিক হলে তখন পাকিস্তান দলের ভিসা নিয়ে বিশেষভাবে আলোচনা হবে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh