তুরস্কে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি শিক্ষার্থীকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০১ পিএম | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১১ পিএম

বাংলাদেশি শিক্ষার্থী গোলাম সাঈদ রিংকু। ছবি: সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থী গোলাম সাঈদ রিংকু। ছবি: সংগৃহীত

তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর একটি ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থী গোলাম সাঈদ রিংকুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা শোচনীয় বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ফেসবুকে শাহরিয়ার লেখেন- ‘আলহামদুলিল্লাহ। তুরস্কে গোলাম সাঈদ রিংকুকে ভবনের নিচে চাপা পড়া অবস্থা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। ’

এ ছাড়া ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট  জেনারেল অফিসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীনও এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রিংকু তুরস্কের কাহরামানমারাস সুতচু ইমাম ইউনিভার্সিটিতে পড়তেন। তার বাড়ি বগুড়া জেলায়। এদিকে নুরে আলম নামের আরো এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সে রিংকুর সাথেই থাকতো। 

এর আগে, স্থানীয় সময় গত সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ১১ মিনিট পরই ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় দুই দেশের আরও কয়েক হাজার মানুষ আহত হয়েছে।

শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে পার্শ্ববর্তী সিরিয়ায়ও ব্যাপক ক্ষতি হয়েছে। সিরিয়া অংশে ১ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh