কক্সবাজারে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৯ এএম

পাকা বাড়ি দুটি ভেঙে দেয়া হয়েছে। ছবি: কক্সবাজার প্রতিনিধি

পাকা বাড়ি দুটি ভেঙে দেয়া হয়েছে। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় পাহাড় কেটে সরকারি খাস জায়গা দখল করে দুটি পাকা ভবন নির্মাণ করে একটি প্রভাবশালী মহল। এরই মধ্যে ভবন নির্মাণের প্রায় ৯০ ভাগ সম্পন্ন করেছে তারা।

গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বন বিভাগের সহায়তায় সরকারি খাস জায়গায় নির্মিত ঘর দুটি উচ্ছেদ করে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন ও বন বিভাগের লোকজন৷ 

লিংকরোড় বনবিট কর্মকর্তা মো. সোহেল জানান, সরকারি জায়গা দখল করে ঘর করছে একটি মহল। এ ধরনের খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ অভিযানে যায়। অভিযানে পাকা বাড়ি দুটি ভেঙে দেয়া হয়। 

এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা ইউএনও মোহাম্মদ জাকারিয়া বলেন, ভূমিদস্যুরা উপজেলা প্রশাসনের খাস জমিতে ঘর করার অনুমতি নিয়েছে এই ধরনের কথায় কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে কেউ যদি উপজেলা প্রশাসন বা অন্য কোনো বিভাগকে ম্যানেজ করবে বলে টাকা দাবি করে সেটা যথাযথ প্রমাণ রেখে জানানোর অনুরোধ করছি।

তিনি আরো বলেন, সদর উপজেলা প্রশাসন সরকারি খাস জায়গা দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh