এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন যেভাবে করতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১০ এএম

এইচএসসির পরীক্ষার্থীরা  এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন। ছবি: সংগৃহীত

এইচএসসির পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন। ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে তারা ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন।

গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) বিভিন্ন শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, শুধুমাত্র টেলিটকের প্রি-পেইড নম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে (ঢাকা বোর্ডের ক্ষেত্রে Dha বরিশাল বোর্ডের ক্ষেত্রে Bar)। এরপর স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। (উদাহরণ- RSC DHA 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।) একাধিক বিষয়ের উত্তর পত্র পুনর্নিরীক্ষণে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন, 174, 175, 176 ইত্যাদি।

মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা নেওয়া হবে তা জানিয়ে একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে। এরপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। (উদাহরণ: RSC<>YES<>PIN-NUMBER<>MobileNumber লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

প্রতি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে একটি বা দুইটি পত্রে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এছাড়া ফল পুনর্নিরীক্ষণে কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh