‘চীনা বেলুন নিয়ে সংঘাতে যাবে না যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অবস্থার করা একটি চীনা বেলুন গুলি করে ভূপাতিত করা নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র আপাতত চীনের সঙ্গে সংঘাতে জড়াতে চাচ্ছে না বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

এর আগে গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা চীনের সঙ্গে পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। কিন্তু আমরা দ্বন্দ্বে জড়াতে চাচ্ছি না এবং এখন পর্যন্ত এটাই হয়েছে।

তারও আগে বেলুন উড়ানোর ঘটনার বৈশ্বিক প্রভাবের দিকে ইঙ্গিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন বলেন, এটি যুক্তরাষ্ট্রকে নাড়া দিয়েছে। যুক্তরাষ্ট্র উদ্ধারকৃত ধ্বংসাবশেষ মূল্যায়ন করে মিত্রদের তথ্য দিচ্ছে। আমরা এরইমধ্যে ওয়াশিংটন এবং আমাদের দূতাবাসের মাধ্যমে বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে তথ্য শেয়ার করেছি।

বেলুনের ব্যাপারে চীনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, বেলুনটি নিছক আবহাওয়া গবেষণার কাজে পরিচালনা করা হচ্ছিল। তবে পেন্টাগন এটাকে একটি উচ্চ প্রযুক্তির গুপ্তচরবৃত্তি হিসেবে বর্ণনা করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh