নোবিপ্রবিতে এখনো আসন ফাঁকা ২০০

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৭ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ছবি: নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ছবি: নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে তিন ইউনিটে প্রায় ২০০টি আসন এখনো ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে নোবিপ্রবি। 

ওয়েবসাইটের তথ্যানুসারে ‘এ’ ইউনিটে ১৮২টি, ‘বি’ ইউনিটে ৯টি এবং ‘সি’ ইউনিটে ৯টিসহ সব মিলিয়ে সর্বমোট ২০০টি আসন খালি আছে। ‘এ’ ইউনিটে সর্বশেষ ভর্তিকৃত মেধাক্রম হলো ৫৯৯২। ‘বি’ ইউনিটে মেধাক্রম ৫৫৯ এবং ‘সি’ ইউনিটে মেধাক্রম ৫৩১ পর্যন্ত ভর্তি সম্পন্ন হয়েছে। 

যেসকল শিক্ষার্থী বিষয় পেয়েছে তাদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের নিচতলায় মূল মার্কশিট জমা দিতে হবে। না হলে ভর্তি বাতিল করা হবে।

মূলত প্রতিদিনই শিক্ষার্থীরা ভর্তি বাতিল করছে, অনেকের মাইগ্রেশন হচ্ছে যার ফলে এভাবে আসন ফাঁকা হচ্ছে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্য।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh