রাজধানীর যানজট নিরসনে নতুন স্বপ্ন কালশী ফ্লাইওভার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৪ পিএম

কালশী ফ্লাইওভার। ছবি: সংগৃহীত

কালশী ফ্লাইওভার। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থেকে উত্তরা, মহাখালী ও রামপুরা এবং বিমানবন্দর এলাকায় যানজট নিরসনে কালশী ফ্লাইওভারকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন রাজধানীবাসী। এই ফ্লাইওভারটি চালু হলেই উল্লেখিত পথগুলোতে যানজট কমে আসবে ধারণা করছেন নগরবিদরাও। এই ফ্লাইওভারটিও উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে চলতি মাসেই উদ্বোধর করা হবে ফ্লাইওভারটি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নির্ধারিত সময়ের তিন মাস আগেই উদ্বোধনের জন্য প্রস্তুত কালশী ফ্লাইওভার। ওঠানামার ছটি র‌্যাম মিরপুর থেকে উত্তরা, মহাখালী ও রামপুরা এবং বিমানবন্দর এলাকায় চলাচলের পথ আরও সুগম করবে এ পথ। এখন চলছে এ প্রকল্পের নির্মাণকাজের শেষ প্রস্তুতি, চলছে সৌন্দর্যবর্ধনের কাজ।

উল্লেখ্য, কয়েক কোটি মানুষের এ নগরের অন্যতম ব্যস্ত এলাকা মিরপুরের সঙ্গে বিমানবন্দর, উত্তরা; অন্যদিকে বাড্ডা, বনানী ও মহাখালীর সঙ্গে তৈরি হচ্ছে নতুন এ পথ। ইসিবি চত্বর থেকে সরাসরি এ উড়ালপথ ধরে চলে যাওয়া যাবে পল্লবী কিংবা মিরপুরে। মূল ফ্লাইওভারের দৈর্ঘ্য দুই হাজার ৩৩৫ মিটার। ৪৭৫ মিটারের র‌্যাম্প রয়েছে পাঁচটি। ৬৮টি স্প্যানের ওপর দাঁড়িয়ে থাকা এ উড়ালসড়কের গার্ডার সংখ্যা ১৭টি।

সমান তালে চলতে তৈরি হয়েছে নিচের সড়কের কাজও। ৩৭.২ মিটার প্রস্থ প্রায় চার কিলোমিটার সড়ক নির্মাণকাজ শেষ হয়েছে বেশ আগে। এ পথে এখনই সুফল পেতে শুরু করছেন নগরবাসী। ওপরের অংশ চালু হলে নতুন যে সংযোগ তৈরি হবে তা দীর্ঘদিনের এ পথের দুর্ভোগকে মিলিয়ে দেবে স্বস্তিতে।

জানা গেছে, সড়কের মূল কাজের পর উড়ালসড়কের কাজও শেষ শতভাগ। রেলিং ও সড়ক ডিভাইডার শেষে এখন কেবল যান চলাচলের অপেক্ষা। জুন পর্যন্ত মেয়াদ থাকলেও কাজ শেষ হয়েছে কয়েক মাস আগেই।

এদিকে উদ্বোধনের আনুষ্ঠানিকতা ঘিরে চারদিকে চলছে শেষ সময়ের প্রস্তুতি। চলছে ঘষামাজা আর সৌন্দর্যবর্ধন। সব ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh