শেরপুরে বিধবা ভাতা পাচ্ছেন প্রায় ৪০ হাজার নারী

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৪ পিএম | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩০ পিএম

শেরপুরে ৩৮ হাজার ২১২জন নারী বিধবা ভাতার আওতায়। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরে ৩৮ হাজার ২১২জন নারী বিধবা ভাতার আওতায়। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরের ৫টি উপজেলা ও ৪টি পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরে মোট ৩৮ হাজার ২১২জন নারী বিধবা ভাতার আওতায় এসেছেন। 

জেলার সমাজকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম জানান, ২০২২-২৩ অর্থবছরে জেলার পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভায় ৩৮ হাজার ২১২ জন বিধবাকে সামাজিক নিরাপত্তা ভাতার আওতায় আনা হয়েছে। এর মধ্যে শেরপুর সদরে ১২ হাজার ৩৩১ জন, নকলায় পাঁচহাজার ৮৮৩ জন, নালিতাবাড়ীতে আটহাজার আটজন, ঝিনাইগাতীতে চারহাজার ৬৭৪ জন, শ্রীবরদীতে ছয়হাজার ৯৭৭ জন ও চারটি পৌরসভায় ইউসিডি ৩৩৯ জনকে সামাজিক নিরাপত্তার ভাতা নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, ভাতাভোগীরা মোবাইল ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে তিনমাস পরপর তাদের নিজ একাউন্টে সামাজিক নিরাপত্তার ভাতা পাবেন। 

সদর উপজেলার নয়াবিল ইউনিয়নের বিধবাভাতার সুবিধাভোগী আয়েশা খাতুন জানান, তিনি প্রতি তিনমাস পরপর ভাতা পেয়ে আসছেন। এতে তার আর্থিক সমস্যা কিছুটা হলেও দূর হয়েছে।  

শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার জানায়, জেলায় স্বচ্ছভাবে ভাতা প্রদানের লক্ষ্যে বিধবাদের যাচাই বাছাই করার জন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কোনো বিধবা মারা গেলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh