নেত্রকোনায় গুজবের বিরুদ্ধে কর্মশালা

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৯ পিএম

সচেতনমূলক কর্মশালা। ছবি: নেত্রকোনা প্রতিনিধি

সচেতনমূলক কর্মশালা। ছবি: নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় কুতথ্য, ভুলতথ্য অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সচেতনমূলক কর্মশালা হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেত্রকোনা পৌরসভার তৃতীয় তলায় বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) ঢাকার আয়োজনে নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে কুতথ্য, ভুলতথ্য, অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সচেতনমূলক কর্মশালায় বিভিন্ন তথ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, প্যানেল মেয়র এস.এম মহসিন আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসতিয়াক রায়হান, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. জাকিয়া, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) সহকারী সমন্বয়কারী সিয়াম সারোয়ার জামিল, কর্মসূচি সংগঠক আব্দুল হাকিম পারভেজ, ফেলো ও জনউদ্যোগ নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব শ্যামলেন্দু পাল, অধ্যাপক ননী গোপাল সরকার, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্ এমরান, প্রকৃতি বাচাঁও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক কামাল হোসেন, পল্লব চক্রবর্তী, নাটাবের সাধারণ সম্পাদক তোফাইল ইসলাম শাহীন, নাট্যকর্মী সালাহ উদ্দীন খান রুবেল ও সাংস্কৃতিক কর্মী শিল্পী ভট্টাচার্য প্রমুখ।

বক্তারা এসময় বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউবসহ বিভিন্ন গণমাধ্যমে কুতথ্য, ভুলতথ্য, অপপ্রচার ও গুজব প্রচার না করার জন্য। সেই সঙ্গে তথ্য অফিস, জনপ্রতিনিধি, সুধী সমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, ক্লাব, মসজিদ-মন্দির-প্যাগোডা,পাঠাগারের মাধ্যমে গ্রামে-গঞ্জে, হাট-বাজারে, পাড়া-মহল্লায় উঠান বৈঠকসহ পাঠ্যপুস্তকে কুতথ্য, ভুলতথ্য, অপপ্রচার ও গুজবের কুফল লিপিবদ্ধ করার আহবান জানান।

পরে জনউদ্যোগ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh