গাইবান্ধায় রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৯ পিএম

রাস্তার পাশ থেকে উদ্ধারকৃত নবজাতক। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

রাস্তার পাশ থেকে উদ্ধারকৃত নবজাতক। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পরিচয়হীন পরিত্যক্ত এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। ছেলে সন্তানটি সুস্থ আছে।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবা গ্রামের ফসলি জমির পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা।

জানা যায়, কালিকাডোবা গ্রামের পশ্চিম পাতারে ডা. দুলু মিয়ার জমির রাস্তার পাশে কে বা কারা এক নবজাতক ছেলে সন্তানকে ফেলে রেখে যান। সকালে কয়েকজন শ্রমিক মাঠে কাজের উদ্দেশ্যে বের হলে, ওই শিশুর কান্না শুনতে পায়। পরে অন্যদের সাথে মোখলেছুর রহমানের স্ত্রী নাহিদা বেগম শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে এবং ডাক্তার ডেকে তার চিকিৎসা করান।

এদিকে মোখলেছুর রহমানের নিঃসন্তান ভাই রাজিব মিয়া (২৭) শিশুটিকে লালন- পালনের ইচ্ছা পোষণ করলে স্থানীয়রা তার স্ত্রীর কোলে শিশুটিকে তুলে দেন। শিশুটি এখন সুস্থ আছে বলে তারা জানান।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েল বলেন, দত্তক হিসাবে সন্তান নিতে হলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি জানান, পৌরসভা থেকে জন্ম নিবন্ধন করে নিতে পারবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh