বিশ্বকাপে বাঘিনীদের ম্যাচ কখন কবে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩১ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেটদল। ফাইল ছবি

বাংলাদেশ নারী ক্রিকেটদল। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে শুক্রবার (১০ ফেব্রুয়ারি)। দশ দলের আসরে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে।

আগামী রবিবার (১২ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিগার সুলতানা, জাহানারা আলমদের বিশ্বকাপ মিশন।

মূল লড়াই শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। গত সোমবার পাকিস্তান ও বুধবার ভারতের মেয়েদের কাছে হেরেছে। তবে সেই হারের স্মৃতি ভুলে সামনে তাকাতে চাইবে ২০১৮ সালে এশিয়া কাপের শিরোপা জয় করা লাল-সবুজের মেয়েরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সময়সূচি
১২ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, কেপটাউন (রাত ১১টা)
১৪ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, পোর্ট এলিজাবেথ (রাত ১১টা)
১৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, কেপটাউন (সন্ধ্যা ৭টা)
২১ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, কেপটাউন (রাত ১১টা)

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh