এইচএসসিতে ফেল করায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ‘আত্মহত্যা’

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৪ পিএম

এইচএসসি পরীক্ষার্থী মো. হাসান। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার্থী মো. হাসান। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এইচএসসি পরীক্ষায় ফেল করায় লজ্জায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মো. হাসান নামের এক পরীক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছেন।

গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে তিনি ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হলে বগুড়ার একটি হাসপাতালে নেওয়ার পর মারা যান।

উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে হাসান চলতি বছর পিয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

স্বজন ও এলাকার লোকজন জানান, হাসান এবার পিয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল ফলাফল ঘোষণা হলে দেখা যায় তিনি বাংলা বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ওইদিন সন্ধ্যায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে একটি স্ট্যাটাস দেন।

শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মৃতের স্বজন তৌহিদুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh