শিক্ষার্থীদের যৌন হয়রানি: পদাবনতির শাস্তি পেলেন অভিযুক্ত শিক্ষক

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৬ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক এস এম মুশফিকুর রহমান আশিকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানিমূলক আচরণের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আব্দুল বাকী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ বছরের জন্য অভিযুক্ত শিক্ষককে নিম্নপদে (প্রভাষক) পদাবনতি করা হয়েছে। এই সময়ের মধ্যে তিনি প্রমোশনের আবেদন করতে পারবেন না ও শিক্ষাছুটিতেও যেতে পারবেন না। এ ধরনের অভিযোগের পুনরাবৃত্তি হলে স্থায়ীভাবে চাকরীচ্যুত করা হবে।

যে সকল ব্যাচের শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই সকল শিক্ষার্থীদের কোন কার্যক্রম ও অন্যান্য প্রশাসনিক কাজে তিনি অংশ নিতে পারবেন না। তবে, নবীনদের ক্লাস ও পরীক্ষার কাজে অংশ নিতে পারবেন এবং তার সকল কার্যক্রম বিভাগীয় পর্যবেক্ষণ করবে।

উল্লেখ্য, এর আগে শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক এস এম মুশফিকুর রহমান আশিকের বিরুদ্ধে নম্বর টেম্পারিং, যৌন হয়রানিসহ নানা বিষয়ে অভিযোগ তুলেছিলেন বিভাগের শিক্ষার্থীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh