আশুলিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৯ পিএম

ইয়াবাসহ গ্রেপ্তারকৃত মির্জা আবিদ বেগ। ছবি: আশুলিয়া প্রতিনিধি

ইয়াবাসহ গ্রেপ্তারকৃত মির্জা আবিদ বেগ। ছবি: আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মির্জা আবিদ বেগ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর সাথে জড়িত আরো দুইজন সহযোগী পলাতক রয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে বুধবার গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার ইউনাইটেড হাউজিং ব্লক এ সামনে অভিযান পরিচালনা করে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি আশুলিয়ার পল্লী বিদ্যুতের ইউনাইটেড হাউজিং এলাকার মোহাম্মদ নুরুল আলম বেগের ছেলে।

ডিবি পুলিশ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় পলাশবাড়ি এলাকায় মাদকদ্রব্য ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মির্জা আবিদ বেগকে ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। যার মূল্য প্রায় ২১ লাখ টাকা। এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পাইকারি মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে আসছিলো।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আমিনুর ইসলাম বলেন, গ্রেপ্তার মাদক সম্রাট মির্জা আবিদ বেগের সাথে আরো দুইজন সহযোগী রয়েছে তাদের নাম ঠিকানা সংগ্রহের কাজ চলছে। একই সাথে ওই সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় পাইকারি মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে আসছিল। আমরা মাদকে জিরো টলারেন্স ও এরকম অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh