বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৯ পিএম

বরিশালের মানচিত্র

বরিশালের মানচিত্র

বরিশালে সাংবাদিক ও ভিডিও কনটেন্ট ক্রিয়েটারসহ দুইজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে নালিশি মামলা করেছেন মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্না।

গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করেন তিনি। ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক নালিশি অভিযোগ তদন্ত করে আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কাউনিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- বরিশালের আঞ্চলিক দৈনিক কীর্তনখোলা পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং ভিডিও কনটেন্ট ক্রিয়েটর জসিম জিয়া ও নগরীর স্বরোড বাকলার মোড় এলাকার কাওসার হোসেন।

এছাড়া মামলার বাদী বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক ও নগরীর কাউনিয়া প্রথম গলির দীঘিরপাড় এলাকার বাসিন্দা আ. কাদের হাওলাদারের ছেলের রইজ আহম্মেদ মান্না।

মামলার বরাতে বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন জানান, ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক জসিম জিয়ার ‘স্বদেশ’ নামে এক‌টি ফেসবুক পেজ রয়েছে। তিনি ২৫ জানুয়ারি বিকেল পৌনে ছয়টায় একটি ভিডিও সংবাদ প্রকাশ করে ওই পেজ থেকে।

সংবাদের শিরোনাম ছিল ‘বিরোধীয় জমি ৫৬ লাখ টাকার বায়না করে দখল নিলেন ছাত্রলীগ নেতা।’ সংবাদে ছাত্রলীগ নেতা মান্না ও তার পরিবারকে জমি, টাকা আত্মসাতসহ এলাকার চিহ্নিত চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোক হিসেবে প্রচার করে। যা সত্য নয় ও অবাস্তব বলে মামলায় দাবি করেছেন বাদী ছাত্রলীগ নেতা।

মামলার আরেক অংশে উল্লেখ করা হয়, ভিডিওর শেষের অংশে ছাত্রলীগ নেতার বাবার বিরুদ্ধে চলাচলের রাস্তা দখল করে ভবন নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরো উল্লেখ করা হয়, ওই সংবাদ শেয়ার করার ফলে বাদী ও তার পরিবারের স্বাভাবিক জীবন অসম্ভব করেছে।

মামলার বিবাদী সাংবাদিক জসিম জিয়া জানান, সংশ্লিষ্ট সবার বক্তব্য নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করা হয়েছে। সেখানে ছাত্রলীগ নেতারও বক্তব্যে রয়েছে। ভিডিওতে যা তুলে ধরা হয়েছে, তার তথ্য প্রমাণ নিয়ে প্রচার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh