রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৪ পিএম | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫০ পিএম

রোয়াংছড়ির গিরিখাত। ছবি: বান্দরবান প্রতিনিধি

রোয়াংছড়ির গিরিখাত। ছবি: বান্দরবান প্রতিনিধি

অবশেষে তিন মাস পর তুলে নেওয়া হল বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যকদের ভ্রমণ নিষেধাজ্ঞা। তবে রুমা উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত সরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বান্দরবান সেনা রিজিয়নের ৯ জানুয়ারি ২০২৩ সালে জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় ১০ ফেব্রুয়ারি ১৪০/৩১/জিএস পত্রের আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রোয়াংছড়ি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করা হল।

বান্দরবানের সাত উপজেলার মধ্যে রুমা উপজেলা ছাড়া অন্যান্য উপজেলায় আগের মত পর্যটকরা ভ্রমণ করতে পারবেন বলে উল্লেখ করা হয় এ গণবিজ্ঞপ্তিতে।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ও রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের দুর্গম সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে গত তিন মাস ধরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে গত বছর ১৭ অক্টোবর থেকে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন।

এরপর দফায় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে থানচি ও আলীকদম উপজেলাকেও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়। পরে থানচি ও আলীকদম ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এবার রোয়াংছড়ি উপজেলা থেকেও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। তবে রুমা উপজেলায় এখনও ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh