এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের সিকিম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৯ এএম

ভূমিকম্পে উল্টে গেছে একটি বাড়ি। ছবি: সংগৃহীত

ভূমিকম্পে উল্টে গেছে একটি বাড়ি। ছবি: সংগৃহীত

তুরস্ক-সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ভূমিকম্পের উদ্ধারকাজ এখনও শেষ হয়নি। ভূমিকম্প কতোটা বিধ্বংসী হতে পারে তা বিশ্ববাসী আরেকবার সচক্ষে দেখল। এরমধ্যে ভারতের সিকিম আজ ভূমিকম্পে কেঁপে উঠেছে।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ভূমিকম্প আঘাত হানে অঞ্চলটিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। সোমবার ভোর ৪টা ১৫ মিনিট নাগাদ সিকিমের ইউকসাম শহরে কম্পন অনুভূত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। তার জেরে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।

ইউকসাম শহর সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। পাহাড়ি এই শহরে বেড়াতে যান পর্যটকেরা। সোমবার ভোরবেলা শহরে কম্পন অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলেই মনে করা হচ্ছে।

এর আগে গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মৃদু কম্পন হয়েছিল আসাম রাজ্যে। আসামের নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh