মানসিকভাবে অসুস্থ প্রভা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০২ পিএম | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৯ পিএম

সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

আলোচিত সমালোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মাঝেই সমালোচনার শীর্ষে থাকেন তিনি। তবে তার ভক্ত অনুরাগীর সংখ্যাও কম নয়। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরতে দেখা যায় তাকে। 

সাদিয়া জাহান প্রভা।

ভালো নেই প্রভা। ভুয়া টিকটক অ্যাকাউন্ট নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ কথা জানিয়েছেন অভিনেত্রী। শুভাকাঙক্ষীদের কাছে সাহায্য চেয়ে এসব ভুয়া অ্যাকাউন্ট রিপোর্ট করার আহ্বানও জানিয়েছেন তিনি।

সাদিয়া জাহান প্রভা।

ইন্সটাগ্রামের পোস্টে প্রভা লিখেছেন, ‘সকলের দৃষ্টি আকর্ষণ করছি… আমি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। টিকটক প্লাটফর্মে আমার কোনো আইডি নাই। ইতোমধ্যে যারা যারা ভেবেছেন যে এটা আমার বা আমার নাম করে যে সকল টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন সেগুলো কোনটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারের আমার ভালো চান শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই আইডিগুলোতে রিপোর্ট করে আপনার এগুলো চিরতরে বন্ধ করে দেয়ার জন্য সাহায্য করবেন।’

সাদিয়া জাহান প্রভা।

প্রভা আরও লিখেছেন, ‘আর আমার যত বন্ধু এবং কলিগস আছেন তারা যদি কখনো আমার এই পোস্টটা দেখে থাকেন, আমি তাদেরকে অনুরোধ করব, তারা যেন তাদের ভেরিফাই করা আইডি থেকে এই আইডিটার ব্যাপারে রিপোর্ট করেন এবং আমাকে এই আইডিগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করেন। এটা আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। কারণ যে মানুষগুলো এই আইডিগুলো ব্যবহার করছে, তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে। যেটা আমার উদ্দেশ্য না।’

সাদিয়া জাহান প্রভা।

সবশেষ এই অভিনেত্রীর ভাষ্য, ‘সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য করেন, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। আমার উদ্দেশ্য কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি, আপনারা আমার এই অনুরোধটা রাখবেন, এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh