মিয়ানমারে রেলস্টেশনে বোমা হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৬ পিএম

মিয়ানমারে বেড়েছে বোমা হামলার ঘটনা । ছবি: সংগৃহীত

মিয়ানমারে বেড়েছে বোমা হামলার ঘটনা । ছবি: সংগৃহীত

দক্ষিণ মিয়ানমারের একটি রেলস্টেশনে এক বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার  ও স্থানীয় গণমাধ্যম ।

জান্তা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুন থেকে ১৫০ কিলোমিটার উত্তরে বাগো অঞ্চলের নিয়াংলেবিন টাউনশিপের একটি স্টেশনে বিস্ফোরণটি ঘটে।

এ তথ্য জানানোর পাশাপাশি জান্তা সরকারের পক্ষ থেকে একটি প্ল্যাটফর্মের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিস্ফোরণে তিনজন নিহত ও কমপক্ষে নয়জন আহত হয়েছেন।

জান্তার বিবৃতিতে কোনো প্রমাণ ছাড়াই হামলার জন্য অভ্যুত্থানবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেসকে (পিডিএফ) দায়ী করা হয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনী ও পিডিএফ সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকটি মারাত্মক বিস্ফোরণের জন্য একে-অপরকে দোষারোপ করেছে।

এ বিষয়ে পিডিএফের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। পিডিএফ গত ৯ ফেব্রুয়ারি নিয়াউংলেবিনে একটি সেতুতে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে।

দুই বছর আগে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। দেশজুড়ে জান্তা সেনাদের সঙ্গে অভ্যুত্থানবিরোধী বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটছে।

জান্তা সরকারের নিম্নস্তরের কর্মকর্তা বা অভ্যুত্থান বিরোধী যোদ্ধারা প্রায় প্রতিদিনই হত্যাকণ্ডের শিকার হচ্ছেন।

গত ডিসেম্বরে ইয়াঙ্গুনে ফেরিতে বিস্ফোরণে প্রায় ১২ জন লোক আহত হয়। তার আগে অক্টোবরে ইয়াঙ্গুনে একটি কারাগারের বাইরে অন্তত দুটি বোমা বিস্ফোরণে আটজন নিহত এবং ১৮ জন আহত হয়।

জান্তা প্রধান মিন অং হ্লাইং সম্প্রতি স্বীকার করেছেন যে, দেশের এক তৃতীয়াংশেরও বেশি জনপদ সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণে নেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh