আজ বাঘিনীদের অস্ট্রেলিয়া পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৯ এএম

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত ভালো শুরু পায়নি বাংলাদেশ। আশা জাগিয়ে হেরে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এবার আরও কঠিন পরীক্ষার সামনে নিগার সুলতানা জ্যোতিরা। কেননা, আজ তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

দক্ষিণ আফ্রিকার সেন্ট জর্জ পার্কে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টায়।

‘এ’ গ্রুপে নিগাররা তাদের প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং, উভয় বিভাগে দুর্দান্ত শুরু পায়। কিন্তু ব্যাটার ও বোলারদের বাজে ফিনিশিংয়ে ফল আসেনি বাংলাদেশের পক্ষে। তাদের ১২৬ রানের পুঁজি ৭ উইকেট ও ১০ বল হাতে রেখেই টপকে যায় লঙ্কান মেয়েরা। 

হারের পর নিগার বলেছেন, ‘আমাদের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমরা এখন সেই ম্যাচের অপেক্ষায় আছি।’



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh