আপেক্ষিকতাবাদ তত্ত্ব

শোয়াইব আহম্মেদ

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৩ এএম

আলবার্ট আইনস্টাইন। ছবি: সংগৃহীত

আলবার্ট আইনস্টাইন। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে অসংখ্য লেখক-শিল্পী, বিজ্ঞানী গুণীজন রয়েছেন। তারা তাদের কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। আমরা দূর থেকে কেবল তাদের অমর কীর্তির কথা জানতে পারি; কিন্তু তাদের জীবনের অনেক মজার ঘটনাগুলো জানতে পারি না আমরা। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের জীবনের মজার একটি ঘটনা নিয়ে লিখেছেন- শোয়াইব আহম্মেদ 

জার্মানিতে সে সময় হিটলারের রাজত্ব। নাৎাসিদের ইহুদিবিদ্বেষের জন্য আইনস্টাইন পালিয়ে এসেছেন আমেরিকাতে। ইতিমধ্যে ওর আপেক্ষিকতাবাদ তত্ত¡ নিয়ে সারাবিশ্বে তুমুল আলোড়ন শুরু হয়েছে। এ ব্যাপারে জার্মানি আর ফ্রান্সের কী মত, সে নিয়ে আইনস্টাইনকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, আমার আপেক্ষিকতাবাদ যদি নির্ভুল প্রমাণ হয়, তাহলে জার্মানরা দাবি করবে আমি জার্মান, আর ফ্রেঞ্চরা বলবে আমি একজন বিশ্বনাগরিক। কিন্তু ওটা যদি ভুল প্রমাণ হয়, তাহলে ফ্রেঞ্চরা বলবে আমি জার্মান; আর জার্মানরা বলবে আমি ইহুদি।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh