সাংবাদিকরা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে: প্রতিমন্ত্রী

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৫ পিএম

দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ প্রতমন্ত্রী ড. এনামুর রহমান। ছবি: আশুলিয়া প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ প্রতমন্ত্রী ড. এনামুর রহমান। ছবি: আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ার আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজ ও আমিন ক্যাডেট একাডেমির দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ প্রতমন্ত্রী ড. এনামুর রহমান।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান গণবিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ১০ম বর্ষপূর্তিতে আলোচনা সভায় যোগ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকতা একটা গুরুত্বপূর্ণ পেশা। সাংবাদিকেরা না থাকলে আমরা অন্ধকার জগতে বাস করতাম। ২০৪১ সালে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধি, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য সাংবাদিকদের প্রয়োজন। সাংবাদিকরা দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। সাংবাদিকরাই আমাদের পৃষ্ঠপোষকতা করবে। সরকারের ভালো কাজ ও ভুলত্রুটি সমালোচনা করবেন ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনাদের কোনো সাজেশন থাকলে তা আমাদের নির্ভয়ে বলবেন। আমরা সাদরে আপনাদের সাজেশন গ্রহণ করব ও দেশকে এগিয়ে নিয়ে যাব।’ 

এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ ইউনুস খান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন চৌধুরী, হারুন অর রশিদ মন্ডল, মো. হাসান মন্ডল প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh