চট্টগ্রাম থেকে শূন্য হাতে ফিরলেন ভারতীয় প্রেমিকা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভারতীয় এক কলেজছাত্রী প্রেমের টানে চট্টগ্রামের যুবকের কাছে এসেছিলেন। তিন মাস পর ভালোবাসা দিবসের আগের দিন সোমবার (১৩ ফেব্রুয়ারি) ফিরে গেলেন নিজ দেশে। যাওয়ার সময় বলে গেলেন, ‘আমি প্রতারিত হয়েছি। ভুল মানুষকে ভালোবেসেছি। ভালবাসার মানুষকে এভাবে বিশ্বাস করে এক দেশ থেকে অন্যদেশে ছুটে আসা ঠিক হয়নি।’ 

কলকাতার রানাঘাট এলাকার বাসিন্দা ওই তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চার বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সাইফুল খান নামে বাংলাদেশি এক যুবকের সঙ্গে। সাইফুল চট্টগ্রামের অলংকার মোড় এলাকার বাসিন্দা। 

ভারতীয় ওই তরুণী লেখাপড়ার পাশাপাশি সেলসম্যানের কাজ করতেন। চাকরি থেকে প্রতি মাসে কিছু কিছু টাকা জমিয়ে বাংলাদেশে আসার পাসপোর্ট ও ভিসার খরচ যোগান। অবশেষে গত ৩ ডিসেম্বর পরিবারের সদস্যদের না জানিয়ে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। ওই সময় খুলনা নগরীর রায়েরমহল এলাকার শেফালী সরকার নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। শেফালীর সহযোগিতায় ওই তরুণী বাসে করে চট্টগ্রামে যান। এরপর দুই মাস চট্টগ্রামে সাইফুলের সঙ্গে ছিলেন তিনি।

শেফালী সরকার সাম্প্রতিক দেশকালকে বলেন, ‘আমার সঙ্গে চট্টগ্রামের অলংকার মোড় এলাকার সাইফুল নামে এক যুবক প্রতারণা করেছে। এমনকি তার কাছে সোনার চেইন, আংটিসহ যেসব স্বর্ণালংকার ছিল তাও রেখে দিয়েছে সাইফুল।’

‘সাইফুল নামে এক যুবকের কাছে দুই মাস থাকার পর আমাকে ফোন করে ১ ফেব্রুয়ারি খুলনায় চলে আসে মেয়েটি। আমাকে মা বলে ডেকেছে। ভারতে ফিরতে আমার কাছে সাহায্য চেয়েছে। এরমধ্যে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এতে ভারতে  ফিরতে জটিলতা সৃষ্টি হয়। পরে তাকে নিয়ে খুলনার ভারতীয় সহকারী হাইকমিশনারের অফিসে নিয়ে যায়। সেখান থেকে খুলনার বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে ভিসার জন্য আবেদন করে সে। গত ১২ ডিসেম্বর তাকে ভিসা দেওয়া হয়। মেয়াদ দেওয়া হয় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত, এর মধ্যে তাকে ভারতে প্রবেশ করতে হবে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সে ভারতে ফিরে যায়।’

ভারতে যাওয়ার আগে ভারতীয় ওই তরুণী বলেন, ‘চার বছর আগে ফেসবুকের মাধ্যমে চট্টগ্রামের যুবক সাইফুলের সঙ্গে তার পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তবে আমি প্রতারণার শিকার হয়েছি। আমি বুঝতে পারিনি এভাবে প্রতারণার শিকার হবো। বাংলাদেশে এসে ভুল করেছি। সাইফুলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ভারতে ফিরে যাচ্ছি।’

ঐ তরুণীর কাছে সাইফুলের ঠিকানা ও মোবাইল নম্বর চাওয়া হলে তিনি তা দিতে অস্বীকার করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh