বিদ্যালয়ের অনিয়মে শিক্ষার্থীদের প্রতিবাদ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩০ পিএম

শিক্ষকদের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

শিক্ষকদের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে বিদ্যালয় গেটে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে কয়েকশত শিক্ষার্থী ওই মানববন্ধনে অংশ নেয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। 

বিদ্যালয়ের সাবেক স্কুল ক্যাবিনেট প্রধান মনোয়ার হোসেন মুসার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ আহমেদ নকিব, আছিবুর রহমান, সৈয়দ মাহিন ইসলাম তুর্য, সাব্বির রহমান, সুহাব উদ্দিন, সাবেক ছাত্র আনিছুর রহমান আকাশ প্রমুখ। 

এসময় শিক্ষার্থীরা বলেন, গত কয়েক বছর ধরে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মে জড়িত লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের কতিপয় শিক্ষক। সেই অনিয়মের খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থীদের। লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সোনালী ও গৌরবময় ঐতিহ্য থাকলেও আজ কয়েকজন শিক্ষকের কারণে সব বিলিন হচ্ছে এবং শিক্ষার মান দিনদিন নষ্ট হয়ে যাচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে ভর্তির সময় প্রতিটি শিক্ষার্থীর কাছে এক বছরের টিফিন ফি নেয়া হলেও বিভিন্ন কারণে বছরের ৬ মাস বিদ্যালয় বন্ধ থাকে। যে কয়েক দিন টিফিন প্রদান করা হয় তাও নিম্ন মানের। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অনেক দিন থেকে কোনো কারণ ছাড়াই টিফিন বন্ধ করে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছে প্রতি বছর ভর্তির সময় বার্ষিক ম্যাগাজিন ফি গ্রহণ করলেও সর্বশেষ কত বছর আগে ম্যাগাজিন প্রকাশ হয়েছে তা আমরা জানি না। আইসিটি ল্যাব ফি গ্রহণ করলেও কোনো দিনও আইসিটি ল্যাব খোলা হয় না। আইসিটি ল্যাব এই বিদ্যালয়ে আছে কিনা আমরা জানি না। অত্র বিদ্যালয়ে লাইব্রেরি থাকলেও নিয়মিত লাইব্রেরি খোলা হয় না। দীর্ঘ দিন থেকে লাইব্রেরি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ। শোনা যায়, লাইব্রেরির তালিকাভুক্ত বই বাহিরে বিক্রি করা হয়েছে, বর্তমানে লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ বই নেই।

কয়েক বছর আগেও বিদ্যালয়ে স্কাউট রেড ক্রিসেন্ট কার্যক্রম চালু থাকলেও আমাদের বিদ্যালয়ে এখন তেমন কোনো কার্যক্রম নেই। অথচ নিয়মিত স্কাউট, রেড ক্রিসেন্টের ফি গ্রহণ করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞান ল্যাব, কমন রুম ফি গ্রহণ করলেও এর কোনটির সুবিধা আমরা পাই না। নবীন বরণ, বিদায় অনুষ্ঠান, মিলাদ মাহফিলের ফি গ্রহণ করলেও ছাত্রদের ছাড়াই শিক্ষকগণ নিজেদের মত করে নাম মাত্র অনুষ্ঠান করেন।

বিদ্যালয়ের পাশে লালমনিরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে ধুমধাম করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও আমাদের বিদ্যালয়ে নামমাত্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়। অত্র বিদ্যালয়ের দরিদ তহবিলে নিয়মিত ফি গ্রহণ করা হয়, কিন্তু আমাদের হতদরিদ্র কাউকে কোনো দিন এই ফান্ড থেকে কোনো অর্থ দিয়ে সহায়তা করেছে মর্মে আমাদের জানা নেই।

বিদ্যালয়ে মানবিক (কলা) বিভাগ নেই, কর্তৃপক্ষ কখনো এই বিভাগটি চালু করার উদ্যোগ গ্রহণ করেনি। শিক্ষকদের গ্রুপিংয়ের কারণে অনেক সময় নিয়মিত ক্লাস হয় না। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীয় ফলাফল বারবার বিপর্যয় হচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh