লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৭ পিএম
অটোরিকশাসহ আটক দুই আসামি। ছবি: প্রতিনিধি
তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ২৫ দিনে অটোরিকশাচালককে হত্যার রহস্য উদঘাটন করলো লক্ষ্মীপুর পুলিশ। এঘটনায় মূল অভিযুক্তসহ একজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নিহত ব্যক্তির ছিনতাই করা একটি ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য রুবেল ও ইউসুফ মিলে এ হত্যাকাণ্ড চালায় এবং পরে আটক বেলালের কাছে ওই রিকশাটি বিক্রি করা হয়। এর আগে গত ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) কমলনগর উপজেলার চরলরেঞ্জ ইউনিয়নের চৌধুরীবাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ছিনতাইকৃত রিকশাসহ আটক বেলাল হোসেন (২৭) সদর উপজেলার টুমচর এলাকার তোফায়েল আহাম্মদের ছেলে ও রুবেল (৩০) কমলনগর উপজেলার চরলরেঞ্জ ইউনিয়নের আব্দুর রব সর্দার বাড়ির হোসেন আহাম্মদের ছেলে। এঘটনায় অপর আসামি ইউসুফ পলাতক রয়েছে।
নিহত ইস্রাফিল (১৮) কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের আবুল বাসারের ছেলে।
এ বিষয়ে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, ডিআই-০১ একেএম আজিজুর রহমান মিয়া, জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ সাহাদাত হোসেন টিটো, অফিসার ইনচার্জ লক্ষ্মীপুর মডেল থানা মো. মোসলেহ্ উদ্দিন, কমলনগর থানা অফিসার ইনচার্জ মোহম্মদ সোলাইমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং লক্ষ্মীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।