ভারতের তৈরি ‘তেজাস’ যুদ্ধবিমান কিনতে আগ্রহী চার দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৯ পিএম

ভারতের স্থানীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজাস। ছবি: সংগৃহীত

ভারতের স্থানীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজাস। ছবি: সংগৃহীত

ভারতের স্থানীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজাস বিক্রি করার জন্য চারটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রমালিকানাধীন হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (হাল)।

তবে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির একজন শীর্ষ নির্বাহী জানিয়েছেন যে মালয়েশিয়ায় এই বিমান বিক্রয় করতে তারা বড় ধরনের প্রতিযোগিতায় পড়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মালয়েশিয়া কমবেশি ১৬টি হালকা যুদ্ধবিমান কিনতে আগ্রহী এবং যেসব বিমানকে তারা বিবেচনা করছে, সেই ছোট তালিকায় রয়েছে তেজাস। এ ছাড়া আর্জেন্টিনা, মিসর এবং বতসোয়ানা তেজাস কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন হালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সি বি অনন্তকৃষ্ণান।

ভারতের সবচেয়ে বড় বিমান প্রদর্শনী অ্যারো ইন্ডিয়া উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে অনন্তকৃষ্ণান সাংবাদিকদের বলেন, কোরিয়ার একটি কোম্পানির তুমুল প্রতিদ্বন্দ্বিতার কারণে তাঁরা মালয়েশিয়ায় ‘কিছুটা সমস্যায়’ পড়েছেন।

অনন্তকৃষ্ণান বলেন, ‘আমরা এখনো লিখিত কিছু পাইনি, তবে শুনেছি যে কোরিয়ানরা ক্রয়াদেশ পেতে যাচ্ছে। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সি বি অনন্তকৃষ্ণান আরও জানান, যুদ্ধ করতে সক্ষম এমন হালকা হেলিকপ্টার বিক্রির জন্য ফিলিপাইনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে হাল। তিনি বলেন, ‘বিশ্বমহাকাশ বাজারে বেশ আগ্রহ তৈরি হয়েছে। আজ হোক বা কাল হোক, আমরা বড় ক্রয়াদেশ পাবই।’

হাল আগামী কয়েক বছরে আড়াই হাজার কোটি রুপি (৩০ কোটি ২১ লাখ ডলার) দামের বিমান রপ্তানি করতে চায় বলে রয়টার্সকে জানিয়েছেন এই কোম্পানির পরিচালনাবিষয়ক পরিচালক জয়দেব ইপি।

দশকের পর দশক ধরে ভারত বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক দেশ। তবে এখন তারা অস্ত্র রপ্তানির বাজার ধরতে আগ্রহী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার অস্ত্র রপ্তানির একটি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন। আগামী দুই বছরে দেশটির লক্ষ্য ৫০০ কোটি ডলারের প্রতিরক্ষাসরঞ্জাম বিদেশের বাজারে বিক্রি করা, যা বর্তমানের তিন গুণ।

দুই বছর আগে ২০২১ সালে ভারত সরকার হালকে ৮৩টি তেজাস যুদ্ধবিমান তৈরির একটি ক্রয়াদেশ দিয়েছে। স্থানীয়ভাবে তৈরি এসব যুদ্ধবিমানের দাম হবে ৬০০ কোটি ডলার। ২০২৩ সালে এগুলোর সরবরাহ শুরু হবে।

ঠিক ৪০ বছর আগে তেজাসের প্রথম নকশা করা হয়েছিল। তবে নকশাজটিলতা এবং আরও অনেক চ্যালেঞ্জের কারণে তেজাস উৎপাদন নিয়ে সমস্যায় ছিল দেশটি। ভারতের নৌবাহিনী একবার তেজাস কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল এই বলে যে এটি খুব বেশি ভারী।

হাল পরিকল্পনা করছে যে দ্বিতীয় প্রজন্মের হালকা যুদ্ধবিমানে জেনারেল ইলেকট্রিকের তৈরি ৪১৪ ইঞ্জিন ব্যবহার করা হবে। সি বি অনন্তকৃষ্ণান জানিয়েছেন, এসব ইঞ্জিন ভারতেই তৈরির জন্য আলোচনা চালানো হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh