কেরেলার মন্দির থেকে সরানো হলো ‘নো মুসলিম’ বোর্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের কেরেলায় একটি মন্দির থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ‘নো মুসলিম’ বোর্ড । সম্প্রতি মন্দির কর্তৃপক্ষ এমন ঘোষণায় দিয়েছেন। মুসলিমরা যেন মন্দিরে প্রবেশ করতে না পারে এজন্য মন্দিরের প্রবেশপথেই মালওয়ালি ভাষায় লেখা সাইন বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছিল।

মুসলিমদের প্রবেশাধিকার বহু বছর ধরেই নিষিদ্ধ ছিল এই মন্দিরে। গত বছর এ নিয়ে বিতর্ক শুরু হয়। প্রবেশের পক্ষে এবং বিপক্ষে বিতর্ক হয়। মন্দিরের এক পরিচালক বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ‘বোর্ড’ মন্দিরে কোনো স্থানেই থাকবে না। এই মন্দিরের ঐতিহ্য ধর্মনিরপেক্ষতা। একটি সম্প্রদায়ের প্রবেশাধিকার নিষিদ্ধ করা অপমানজনক। তাই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

গেরুয়াবাদীরা (বিজেপি) ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্তের সমালোচনা করছে। আপত্তিজনক মন্তব্য করায় পুলিশ একজনকে গ্রেফতারও করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh