কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় সংবাদিকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩০ পিএম | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪০ পিএম

নিহত সাংবাদিক পাপ্পু মজুমদার (৩৮)। ছবি: সংগৃহীত

নিহত সাংবাদিক পাপ্পু মজুমদার (৩৮)। ছবি: সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের ধাক্কায় পাপ্পু মজুমদার (৩৮) নামে স্থানীয় এক সাংবাদিকের নিহত হয়েছেন। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বরুহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পাপ্পু মজুমদার নেত্রকোনা শহরের পাটপট্টি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি অনলাইন পোর্টাল দৃক নিউজ  ও ৭১ বাংলাটিভি নামে একটি অনলাইন টিভিতে জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, পাপ্পু মজুমদারের স্ত্রী মোহনগঞ্জে বেসরকারি সাহায্য সংস্থা স্বাবলম্বীতে কর্মরত। সেজন্য তার শিশুকন্যাকে নিয়ে মোটরসাইকেলে করে মোহনগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বরুহাটি এলাকায় সড়কের পাশে একটি দোকানে মেয়েকে বসিয়ে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে রেললাইনের পাশে যান পাপ্পু।

এসময় তার দুই কানে হেড ফোন লাগানো ছিল। হঠাৎ দ্রুতগামী একটি ট্রেন পাপ্পুকে ধাক্কা দিলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh