আজ ঢাকায় বিএনপির দুই পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১২ এএম | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৩ এএম

বিএনপির পদযাত্রা কর্মসূচি। ছবি: ফাইল

বিএনপির পদযাত্রা কর্মসূচি। ছবি: ফাইল

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি ও এর সমমনা রাজনৈতিক দলগুলো। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হবে।

অন্যদিকে আগামীকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী ১১টি মহানগরে পদযাত্রা করবে দলটি। সব পদযাত্রায় দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। বিএনপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে দলটি জানায়, শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উত্তরের পদযাত্রায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি থাকবেন।

বেলা আড়াইটায় রাজধানীর মতিঝিলের গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে দক্ষিণের পদযাত্রা শুরু হবে। এটি টিকাটুলী, গুলিস্তান হয়ে নয়াবাজার গিয়ে শেষ হবে। একই সময়ে মহানগর উত্তরের পদযাত্রা হবে উত্তরার জসীমউদ্‌দীন মোড় থেকে। এটি শেষ হবে উত্তরার আবদুল্লাহপুরে গিয়ে।

এছাড়া আগামীকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার বাইরে মহানগরের পদযাত্রা কর্মসূচিতে জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। সব মহানগরে নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

এর মধ্যে ময়মনসিংহ মহানগরের পদযাত্রায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে সেলিমা রহমান ও রাজশাহীতে ইকবাল হাসান মাহমুদ প্রধান অতিথি থাকবেন।

এছাড়া খুলনায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা, কুমিল্লায় মো. শাহজাহান, গাজীপুরে এ জেড এম জাহিদ হোসেন ও ফরিদপুরে শামসুজ্জামান, রংপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এদিকে অন্যান্য জোট ও দলও যুগপৎ কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করছে। এর মধ্যে এবারই প্রথম সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলো পৃথকভাবে কর্মসূচি পালন করবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে আজ বিকেলে দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সকাল থেকে দিনব্যাপী ঢাকা মহানগরে রোড মার্চ কর্মসূচি পালন করবে নাগরিক ঐক্য।

বিকেলে রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি পদযাত্রা শুরু করবে এবং মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে।

বিকেলে গণপদযাত্রা করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। একইভাবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে পল্টন আল রাজী কমপ্লেক্স থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে কাকরাইলে গিয়ে শেষ হবে।

১৫ সংগঠনের সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের উদ্যোগে পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত কর্মসূচি পালন করবে। এ ছাড়া ১২ দলীয় জোট ও চারদলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্য আগামীকাকাল একইভাবে কর্মসূচি পালন করবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh