জন্মের পরদিন সেপটিক ট্যাংকে নবজাতকের মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৯ পিএম | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৭ এএম

নবজাতকের মরদেহ উদ্ধারের পর মাকে আটক করে পুলিশ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

নবজাতকের মরদেহ উদ্ধারের পর মাকে আটক করে পুলিশ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সেপটিক ট্যাংক থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শহরের হামদহ শান্তিনগর পাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ওই নবজাতকের মাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ওই এলাকার রিক্সাচালক সুমনের স্ত্রী খালেদা আক্তার কল্পনা একটি কন্যা সন্তান জন্ম দেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে নবজাতককে খুঁজে পায়নি তার স্বামী।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বাচ্চার সন্ধান পাওয়া না গেলে সন্ধ্যায় খালেদার প্রতিবেশীরা এসে জিজ্ঞাসাবাদ করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের পাশের সেপটিক ট্যাংক থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানা ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মা খালেদাকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, সুমন ও কল্পনার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে। তাদের ২ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh