ছাত্র অধিকারের সম্মেলনে ছাত্রলীগের হামলা, আহত ১০

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩২ পিএম

হামলায় আহত ছাত্র অধিকার পরিষদের কর্মী। ছবি: সংগৃহীত

হামলায় আহত ছাত্র অধিকার পরিষদের কর্মী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ দুই দফা হামলা চালিয়েছে অভিযোগ উঠেছে। তবে ছাত্রলীগ দাবি করেছে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র অধিকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও সম্মেলনে এ ঘটনা ঘটে। 

জানা যায়, এই হামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ ১০ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা এ হামলা চালান। ছাত্র অধিকারের নেতাকর্মীদের ওপর প্রথমে টিএসসির ডাস চত্বরে এবং পরে ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দ্বিতীয় দফা হামলা চালানো হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh