ইউটিউবের সিইও হচ্ছেন ভারতের নীল মোহন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৩ পিএম

নীল মোহন। ছবি: সংগৃহীত

নীল মোহন। ছবি: সংগৃহীত

আচমকা ইউটিউবের সিইও পদত্যাগ করলেন সুজান ওউজোস্কি। এবার ইউটিউবের সিইও পদে নিযুক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন। গুগলের পেরেন্ট অর্গানাইজেশন অ্যালফাবেট আইএনসি এই খবর নিশ্চিত করেছে। 

গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইওর পদ ছাড়ার ঘোষণা দেন ৫৪ বছর বয়সী সুসান ওজস্কি।

তিনি জানান, পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চান তিনি। নিজের স্বাস্থ্যের প্রতিও নজর দিতে চান। এছাড়াও তিনি ব্যক্তিগত প্রোজেক্টে কাজ করতে চান। তাই জনপ্রিয় প্ল্যাটফর্মের ইউটিউবের সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। 

যদিও সুজান ওউজোস্কি জানিয়েছেন, ট্রান্সজিশন পিরিয়ডে অর্থাৎ ইউটিউবে নতুন সিইও আসার আগে পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি গুগল ও অ্যালফাবেট এই দুই সংস্থায় পরামর্শদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। নয় বছর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাথা হিসেবে কাজ করেছেন তিনি। আর সুজান ওউজোস্কির সময়কালে সবদিক থেকেই সংস্থার উন্নতি হয়েছে ও গ্রোথ হয়েছে, যা পরিসংখ্যানে লক্ষ্য করা গেছে।

এর আগে গুগলের অ্যাড প্রোডাক্ট বিভাগে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদে দীর্ঘদিন আসীন ছিলেন সুজান ওউজোস্কি। এরপর ২০১৪ সালে ইউটিউবের সিইও পদে যাত্রা শুরু করেন তিনি। এই সংস্থায় সব মিলিয়ে প্রায় ২৫ বছর ধরে কাজ করছেন। গুগলের একদম প্রথম দিকের কর্মীদের মধ্যে একজন তিনি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, নীল মোহনের বয়স ৪৯ বছর। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। ২০১৫ সাল থেকে নীল মোহন ইউটিউবের প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা (সিপিও) হিসেবে কর্মরত রয়েছেন

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh