সুনামগঞ্জে ঋতুরাজ বসন্ত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৫ পিএম

শিমুল ফুল। ছবি: প্রতিনিধি

শিমুল ফুল। ছবি: প্রতিনিধি

প্রকৃতির রিক্ততায় শীতের পর উষ্ণ পরশ দিতে প্রকৃতিতে ডানা মেলে সেজেছে ঋতুরাজ বসন্ত। আর প্রকৃতিপ্রেমীদের চোখের তৃষ্ণা মেটাতে বসন্তের বার্তা জানিয়ে সবুজের আবৃত ভেদ করে টুকটুকে লাল শিমুল ফুল ফুটেছে। বাগানটিতে এখন প্রকৃতি যেন গাইছে ফাগুনের গান। দূর থেকে দেখলে মনে হবে লাল গালিচা বিছিয়ে ডাকছে প্রকৃতিপ্রেমী পর্যটক ও সৌন্দর্যপিপাসু মানুষদের।

এশিয়ার বৃহত্তর শিমুল বাগানটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের উত্তরে বারেকটিলা মেঘালয় পাহাড়ের পাদদেশ ও দক্ষিণে পূর্ব দিকে রূপের রানি খ্যাত যাদুকাটা নদী ঘেঁষে গড়ে উঠেছে। 

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০০২ সালে বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নাল আবেদীন উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামে ৯৮ বিঘা অনাবাদি পতিত জমিতে সারিবদ্ধভাবে ৩ হাজারের অধিক শিমুল চারা রোপণ করেন। সময়ের পরিক্রমায় সেটি এখন আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট। বাগানটি উপজেলার বাদাঘাট ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন নিজ উদ্যোগে করেছেন বিধায় তার নাম অনুসারে জয়নাল আবেদীন শিমুল বাগান নাম রাখা হয়েছে। 

রক্তরাঙা ফুটন্ত শিমুল ফুলগুলো দেখতে সারা বছর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার প্রকৃতিপ্রেমী ও পর্যটকের আগমন ঘটে।

বাগান মালিকের ছেলে সাবেক চেয়ারম্যান রাকাব উদ্দিন জানান, চেষ্টা করছি বাগানের সৌন্দর্য বৃদ্ধি ও আগত পর্যটকদের জন্য সবোচ্ছ সহায়তা করার। প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। বাগানে ফুল ফুটুক আর না ফুটুক প্রকৃতিপ্রেমীরা ছুটির দিনসহ বিশেষ দিনগুলোতে বেড়াতে আসেন। তারা শিমুল বাগান, বারেকটিলা ও যাদুকাটা নদীর অপার সৌন্দর্য উপভোগ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh