ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৪৪ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৫ পিএম | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৩ পিএম

ভূমিকম্পে দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ছবি: সংগৃহীত

ভূমিকম্পে দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ছবি: সংগৃহীত

বিধ্বংসী ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কের আকাশে এখন ভেসে বেড়াচ্ছে লাশে গন্ধ। ভূমিকম্পের দ্বিতীয় সপ্তাহেও উদ্ধারকাজ চলছে। এ পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৪৩ হাজার ৮৫৮ জন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে এখন মৃতের সংখ্যা ৩৮ হাজার ৪৪ জন। অন্যদিকে, সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে প্রাণহানির সংখ্যা এক হাজার ৪১৪ জন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে নিহতের সংখ্যা অন্তত চার হাজার ৪০০ জন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পে দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু তাদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে।

এ ছাড়া কোনো দেশই এখন পর্যন্ত নিখোঁজের তালিকা প্রকাশ করেনি। এর আগে, জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, উভয় দেশে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে। 

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকেরা এখনও তাঁবু, স্কুল, হাসপাতাল, খোলা মাঠ ও তাদের নিজের গাড়িতে অবস্থান করছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে সিরিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার মানুষের জন্য ৪০ কোটি ডলার সহায়তা জরুরি বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি আরও জানায়, তুরস্কের দুর্গত এলাকার মানুষদের জন্য ১০০ কোটি ডলার সহায়তা প্রয়োজন।

জাতিসংঘের ত্রাণ ও পুনর্বাসন বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথস বৃহস্পতিবার বলেন, অবর্ণনীয় কষ্ট পাচ্ছেন তারা। আমাদের অবশ্যই তাদের অন্ধকার সময়ে পাশে দাঁড়াতে হবে ও নিশ্চিত করতে হবে তারা প্রয়োজনীয় সহায়তা পাবেন।

গত ৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh