পাহারা দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৮ পিএম

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

বিএনপির চলমান আন্দোলন পাহারা দিয়ে ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশ শেষে বিকেল সাড়ে চারটায় গোপীবাগ থেকে দক্ষিণ বিএনপির এই পদযাত্রা কর্মসূচি শুরু হয়। পরে পল্টনে গিয়ে তা শেষ হয়।

মির্জা ফখরুল বলেন, ১৪ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে ফতুর করে দিয়েছে। মানুষ গরীব হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা ফুলে ফুলে কলাগাছ হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ এই দেশটাকে অকার্যকর করে ফেলেছে। কোথাও কোনো সফলতা নেই। আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল, তারা কোনোদিন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেনি। ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব করে ক্ষমতা দখল করে রেখেছে।

বিএনপি মহাসচিব বলেন, চলমান আন্দোলন পাহারা দিয়ে ঠেকানো যাবে না। ক্ষমতাসীনরা পালানোর পথ পাবে না।

তিনি বলেন, এই সরকারের অধীনে জনগণ কোনো নির্বাচনে যাবে না। সরকারের পদত্যাগের দাবি সারাদেশে ছড়িয়ে পড়েছে।

আওয়মী লীগের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এখনও সময় আছে, পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করুন। নতুন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিন। আমাদের একটাই দাবি, এই সরকারের পদত্যাগ।

সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh