অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৮ পিএম

অবৈধ ভাবে বালু উত্তোলন। ছবি- পঞ্চগড় প্রতিনিধি

অবৈধ ভাবে বালু উত্তোলন। ছবি- পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের চর ঢাকাইয়াপাড়া এলাকায় মো এরশাদ নামে এক ব্যক্তি তিস্তা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী মো এরশাদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh