বেহালে ইউটিউব নাটক

এন ইসলাম

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪২ পিএম

ইউটিউব নাটক। ছবি: সংগৃহীত

ইউটিউব নাটক। ছবি: সংগৃহীত

দর্শক এখন ইউটিউবনির্ভর হয়ে পড়েছে। গেল কয়েক বছরে টেলিভিশন থেকে নাটক-সিনেমা ও খবর সব কিছু চলে এসেছে ইউটিউবে। নির্মাতারা আজকাল টেলিভিশন নয়, ইউটিউবের জন্যই কন্টেন্ট নির্মাণ করেন।

এর মধ্যে বেশি হচ্ছে নাটক। টিভি চ্যানেল থেকেও এখন ইউটিউবের জন্য বেশি নাটক নির্মাণ হচ্ছে। তবে টেলিভিশনে নাটক প্রচারের ক্ষেত্রে অনেক নীতিমালা মানা হলেও ইউটিউবের ক্ষেত্রে সেসবের বালাই নেই। 

ফলে ইউটিউব স্বাধীন একটি মাধ্যম বলে সবাই নিজের মতোই এর জন্য কনটেন্ট তৈরি করছেন। দর্শকও নিজের সময়-সুযোগমতো পছন্দের নাটক দেখছেন। কিন্তু আজকাল নাটকের নামের বেহাল দেখে অনেকে চমকে উঠছেন।  মানহীন কিংবা অশ্লীল কমেডি নাটক মুক্তির অল্প কিছু দিনের মধ্যে লাখ-লাখ ভিউ হচ্ছে। এক শ্রেণির দর্শক এগুলো দেখে বিনোদনও নিচ্ছে। 

এসব বাণিজ্যিকভাবে সফল হলেও আমাদের বাংলা নাটকের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। রুচিশীল দর্শকরা এসব নাটক দেখে বিরক্ত হচ্ছেন। একই সঙ্গে বিদেশি সিরিয়ালে আসক্ত হচ্ছেন তারা। একটা সময় বাংলা নাটকের নাম ছিল শ্রুতিমধুর। তবে এখন এসবের কোনো বালাই নেই। ২০২৩ সালের কয়েকটি নাটকের নাম শুনলেই সেটি সহজে বোঝা যায়। ‘দৌড়ের ওপর বিয়ে’, ‘বাটপার প্রেমিক’, ‘জামাই কেন চোর’, ‘বেয়াইন যেন কাঁচামরিচ’, ‘দুইজনের এক বউ’ ও ‘বিয়ে ছাড়া বাচ্চা’ ইত্যাদি। 

এছাড়া ইউটিউবে গেলেই চোখে পড়ে ‘বদমাইস পোলাপাইন’, এক্সট্রা বয়ফ্রেন্ড’, ‘এক্স যখন শালী’, ‘কলাগাছ চ্যাম্পিয়ন’, ‘লুচ্চা প্রেমিক’, ‘বাবু খাইছো’, ‘এক্স’র বিয়ে’, ‘বলদ জামাই’, ‘হাবা আবুল’, ‘মুরগি ধর্ষণ’, ‘কিস্তিতে বউ নেয়া’, ‘কচু দিমু’ ও ‘লুচ্চা ডাক্তার’সহ অনেক নাটক। যেখানে কমেডির নামে দর্শকদের সুড়সুড়ি দেওয়ার মতো অশ্লীল দৃশ্য ও সংলাপও যোগ করা হচ্ছে। বেশি ভিউ ও আয়ের প্রত্যাশায় মানহীন নাটকই প্রাধান্য পাচ্ছে কিছু নির্মাতা ও প্রযোজকের কাছে। 

বিশেষ করে কমেডি নাটকের নামে ভাঁড়ামো হচ্ছে বলে অভিযোগ অনেক দিনের। এসব মানহীন, অশ্লীল ও ভাঁড়ামো কমেডিতে আবার জনপ্রিয় শিল্পীদেরও কেউ কেউ অভিনয় করছেন। অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত বলেন, সময় বদলে গেছে। এটাকে অজুহাত করে যে যার মতো লুটে নিচ্ছে। এখন কিছু কিছু নাটকের নাম শুনলেই চমকে উঠি। এটি কীভাবে সম্ভব আমাদের নাটকে? কিন্তু কে শোনে কার কথা। এসব নিয়ে অনেক বলেছি। কাজও কম করছি এসব অব্যবস্থাপনার কারণে। প্রযুক্তি আমাদের অনেক কিছু সহজ করে দিয়েছে। আমাদের উচিত প্রযুক্তির সঠিক ব্যবহার।

ইউটিউব কনটেন্টের নামে যা খুশি তা নির্মাণ করলে আমাদেরই ক্ষতি। দর্শকরা একটা সময় বলবে বাংলা নাটক মানেই ভাঁড়ামো। তবে এখন আমাদের অনেক ভালো নাটকও নির্মাণ হচ্ছে। পাশের দেশেও আমাদের দর্শক তৈরি হচ্ছে। কিন্তু এসব মানহীন কাজের ভিড়ে অনেক সময় ভালো কাজগুলো আড়ালে চলে যায়। কমেডির মধ্যেও অনেক ভালো কিছু দর্শকের সামনে তুলে ধরা যায়। সেটির উপস্থাপন অবশ্যই শৈল্পিক হতে হবে। চলতি সময়ের অনেক জনপ্রিয় অভিনেত্রীও একই রকম দাবি করছেন। ইউটিউবের নামে মানহীন ও অরুচিকর নাটক নির্মাণ হচ্ছে বলে তারাও মন্তব্য করেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh