র‌্যাগিংয়ের বর্ণনা দিতে হলে ফিরলেন ভুক্তভোগী

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রলীগ নেত্রী কর্তৃক নির্যাতনের শিকার ভুক্তভোগী ছাত্রী ক্যাম্পাসে ফিরেছেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জয়শ্রী সেনের তত্ত্বাবধানে ভুক্তভোগীকে হলে প্রবেশ করানো হয়েছে। 

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তদন্ত কমিটির স্বাক্ষাৎকার। 

হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম জানান, আমরা তদন্ত কাজ শুরু করেছি।

হলটির প্রভোস্ট কক্ষে উপস্থিত আছেন, আইন সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল ও দেশরত্ন শেখ হাসিনা হল তদন্ত কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক আহসানুল হক।

এছাড়াও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড.ইয়াসমিন আরা সাথীসহ তদন্ত কমিটির সদস্যরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh