কবি জীবনানন্দ দাশের বাড়ি পুনরুদ্ধারের দাবিতে অবস্থান কর্মসূচি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৭ পিএম

জীবনানন্দ দাশের বাড়ি পুনরুদ্ধারের দাবিতে অবস্থান কর্মসূচি। ছবি: বরিশাল প্রতিনিধি

জীবনানন্দ দাশের বাড়ি পুনরুদ্ধারের দাবিতে অবস্থান কর্মসূচি। ছবি: বরিশাল প্রতিনিধি

কবি জীবনানন্দ দাশের বাড়ি পুনরুদ্ধারসহ সাত দফা দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কবি ও গণমাধ্যম কর্মী সৈয়দ মেহেদী হাসান এককভাবে অবস্থান কর্মসূচি শুরু করেন।

পরে বরিশালের কবি, সাহিত্যিক ও নাট্যব্যক্তিরা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন। এসময় মেহেদী হাসান কবি জীবনানন্দ দাশের সম্পত্তি রক্ষাসহ ৭ দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো- বরিশাল নগরীতে জীবনানন্দ দাশের রেখে যাওয়া জমিতে জীবনানন্দ গবেষণাকেন্দ্র স্থাপন করতে হবে। বর্তমানে যে জীবনানন্দ মিলনায়তন রয়েছে তা ব্যবহার উপযোগী করা। নিয়মিত পাঠাগারের কার্যক্রম চলমান রাখতে হবে। এছাড়া কবির সম্পত্তিতে যে সরকারি-বেসরকারি স্থাপনা রয়েছে তা অবিলম্বে অপসারণ করতে হবে ও তার সম্পত্তিতে আবহমান বাংলার পরিবেশ উদ্যান করার দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, নগরীর জীবনানন্দ দাশ সড়কে (বগুড়া রোডে) প্রায় পাঁচ একর সম্পত্তি রেখে গেছেন কবি। ১৯৪৮ সালে দেশভাগের পর তিনি বরিশাল থেকে চলে যান। কিন্তু তার রেখে যাওয়া সম্পত্তি বর্তমানে মালিকানা ভবন ও বিসিসির পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে।

যেখানে জীবনানন্দের কোন স্মৃতিচিহৃও নেই। এই বরিশালকে জীবনানন্দ দাশের শহর বলা হলেও তার বাড়ি বলতে এখন কিছুই নেই। তাই আমরা তার রেখে যাওয়া জমি, বাড়ি পুনরুদ্ধারের দাবি করছি।

অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা দেন, কবি হেনরী স্বপন, নাট্যকার অনন্ত হীরা, সংস্কৃতিজন দীপংকর চক্রবর্তী, সংস্কৃতি সংগঠক আজমল হোসেন লাবু ও চঞ্চল কর্মকার, মানিক মিয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক পিযুষ বন্দোপাধ্যায়।

উল্লেখ্য, জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর তিনি কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় আহত হন। কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর রাত ১১টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh