অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৪ পিএম
দেশরঙ্গ। প্রতীকী ছবি
একজন মাতাল বন্ধুদের সঙ্গে পার্টির প্রোগ্রাম করে রাতে তার নিজের বাড়ি থেকে একটি ছাগল চুরি করে। রাতে দারুণ খাওয়া দাওয়া করে।
সকালে যখন বাড়িতে গেল, দেখে ছাগলটি বাড়িতে দাঁড়িয়ে আছে।
মাতাল তার স্ত্রীকে জিজ্ঞেস করলো: এ ছাগল কোথায় থেকে এলো?
মাতালের স্ত্রী বললো: আরে ছাগল রাখো, কাল রাত থেকে তোমার কুকুর নিখোঁজ।