বঙ্গবন্ধুর হাতে গড়া শহীদ মিনার সংস্কার শেষে উদ্বোধন

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৮ পিএম

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারসহ চত্বর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন শেষে উদ্বোধন। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারসহ চত্বর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন শেষে উদ্বোধন। ছবি: বরিশাল প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দেশের একমাত্র বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারসহ চত্বর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন শেষে উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনার চত্বরে বিশিষ্টজনদের সাথে নিয়ে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ফলোক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন।

পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ১৯৭৩ সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু নিজ হাতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন। এটা আমি জানার পর থেকেই আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করতে শুরু করে। এই আবেদন, অনুভূতি এবং চেতনার জায়গা থেকে আমি এই শহীদ মিনার সংস্কারসহ চত্বর উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনের কাজ করেছি।

তিনি বলেন, আমি গর্বিত, আমার কাছে ভালো লাগে ওই জায়গাটায়। যখন আমি এই ধরনের কাজগুলো সম্পন্ন করি। এটা জাতির জনকের হাতে স্থাপিত। এটা আমাদের সৌভাগ্য এবং গর্বের বিষয়। বিষয়টা শুধু আওয়ামী লীগের না, এটা আমাদের ভাষার বিষয়, জাতিগত বিষয়। এগুলোর মধ্যে থেকেই আজকে নুতন প্রজন্ম, পরের প্রজন্ম জানবে। বই পড়ে, গল্প শুনে চেতনা আসে না।

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারসহ চত্বর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন শেষে উদ্বোধন। ছবি: বরিশাল প্রতিনিধি

মেয়র বলেন, শুধু অবকাঠামোগত পরিবর্তন করলেই হবে না। মানসিকতার জায়গাটা পরিবর্তন করতে হবে। নয়তো কোনো পরিবর্তনই কাজে আসবে না। আমি এই কাজের জন্য কৃতিত্ব চাই না। আমার পরিবারের কাছ থেকে আমি শিখেছি; আমার দাদা, বাবা করেছেন। আমি সেই ধারাবাহিকতা ধরে রেখেছি। এটা সুন্দর মতো হয়েছে, এটাই আমার সব থেকে বড় সার্থকতা। এজন্য কে ধন্যবাদ দিলো, আর কে না দিলো তাতে আমার কিছু যায় আসে না।

সিটি মেয়র আরো বলেন, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারকে নতুন অবয়ব দিয়েছি। এখানে শুধু শহীদ মিনারের উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধন নয়। এখানে সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার মতো পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এখানে শিশুদের জন্য একটি পার্ক নির্মাণ করার পরিকল্পনা আমার রয়েছে।

সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সহযোগিতায় বরিশাল সিটি করপোরেশন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ এবং সঞ্চালনা করেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী।

এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে অনুভূতির কথা ব্যক্ত করেন- বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, মেয়রপত্নী ও মহানগর আওয়ামী লীগের সদস্য লিপি আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংরক্ষণ কমিটির সদস্য অ্যাডভোকেট এসএম ইকবাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লস্কর নূরুল হক, মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ৩ জানুয়ারি বরিশালের দক্ষিণ সদর রোডের পাশে পরিত্যক্ত জমিতে প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার। তৎকালীন সময়ে বরিশাল সফরে এসে নিজ হাতে এই শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh