ছাত্রলীগের নামে অপকর্ম করছে দুর্বৃত্তরা: কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৭ পিএম

আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

‘দুর্বৃত্তের আওয়ামী লীগে থাকার অধিকার নেই’- জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের নামে যারা অপকর্ম করছে তারা দুর্বৃত্ত।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা অন্যায় ও অপরাধ করবে, তাদের দলের পরিচয় থাকলেও শেখ হাসিনা ছাড় দেবেন না। আমরা এত উন্নয়ন করছি, কিন্তু গুটিকয়েকের অপকর্ম উন্নয়ন ম্লান করে দিচ্ছে। অপকর্মকারীদের দিয়ে মিছিল বড় করার প্রয়োজন নেই।

তিনি বলেন, দুর্বৃত্তের আওয়ামী লীগে থাকার অধিকার নেই। এদের দল থেকে শুধু বহিষ্কার করলে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব তাদের গ্রেপ্তার করুন, শাস্তি দিন।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যতই লাফালাফি, বাড়াবাড়ি করেন, জনগণ যত দিন ক্ষমতায় রাখবে, তত দিন ক্ষমতায় থাকব। জনগণের কাছে ডাক দিয়ে সাড়া ফেলতে পারে নাই। সংবিধান নিয়ে এক চুলও ছাড় দেব না। সংবিধান অনুযায়ী নির্বাচন। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ বেহেশতের সুখে আছে—এই কথা বলব না; তবে অনেক দেশের তুলনায় ভালো আছে। ভয় নেই, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সংকট বড় বড় দেশের, কিন্তু দায় নিতে হচ্ছে আমাদের। বেশি দামে কিনে, বেশি দামে বিক্রি করছে। এ সমস্যা সাময়িক। 

আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খাম্বা সরকারকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় বসতে দেবে না। ক্ষমতার কথা ভুলে যান। প্রতিদিন কর্মসূচি হবে। কোনো পাল্টাপাল্টি নয়। বিএনপিকে নয়, তাদের অগ্নিসন্ত্রাসকে মানুষ ভয় পায়। রাজপথে নেমে আবার সহিংসতা করলে, জনগণের জানমাল রক্ষায় পাহারাদার হিসেবে থাকব। ক্ষমতায় আছি, জনগণকে রক্ষা করা আমাদের দায়িত্ব।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সহসভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh