কাল থেকে চুয়াডাঙ্গায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪০ পিএম | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪২ পিএম

সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিভিল সার্জনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান কর্মশালায় সাংবাদিকদের জানান, আগামীকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকে ৪টি উপজেলা ও ৪টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৬৫১ জন শিশু এবং  ১ থেকে ৫ বছর বয়সী ১ লাখ ২৭ হাজার ২৯৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৮৯৬ টি আউটরীচ ও ১০টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক, ৩৪৪ জন সরকারি ও বেসরকারি কর্মী ও ১১৮ জন প্রথম সারির তত্বাবধায়ক এ কাজে নিয়োজিত থাকবেন।  

কর্মশালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.সাজিদ হাসান, সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা আখতার হোসেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার দোলোয়ার হোসেন, জেলা সেনেটারী ইন্সেপেক্টর গোলাম ফারুক ও জেলা ইপিআই সুপারেন্টেন্ড রেহেনা খাতুন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচিসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh