বাংলাদেশে কবে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪১ পিএম | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৩ পিএম

পাঠান সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

পাঠান সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

সাফটা চুক্তির আওতায় আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখ দীপিকা অভিনীত চলচ্চিত্র ‘পাঠান’।  

আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) চলচ্চিত্র সংগঠনের ১১ জন প্রতিনিধির সঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের একটি বৈঠক সম্পন্ন হয়েছে। সেখানেই ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। এখন তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন পেশ করবেন। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই বাংলাদেশে শর্ত সাপেক্ষে হিন্দি ছবি আমদানির দুয়ার উন্মোচিত হবে।

এ ধারাবাহিকতায় আগামী ২৪ অক্টোবর বাংলাদেশে পাঠান মুক্তি পেতে পারে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু। তিনি গণমাধ্যমকে বলেন, ‘তথ্যমন্ত্রী সাহেব বলেছিলেন, সকল সংগঠন এক সিদ্ধান্তে পৌঁছলেই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে সিদ্ধান্তে নেওয়া হবে। আজ আমরা ১৯ সংগঠনের ঐক্যমতের বিষয়টি মন্ত্রী মহোদয়কে অবগত করি।’

খসরু বলেন, ‘মন্ত্রী মহোদয় বলেছেন, এখন আর কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রীকে আমি আজকালের মধ্যে বিষয়টি জানাচ্ছি। তিনি অনুমোদন দিলেই দেশে হিন্দি সিনেমা মুক্তিতে আর কোনো বাধা থাকবে না। এক্ষেত্রে অবশ্য আমরা শর্ত জুড়ে দিয়েছি। দুই বছর আমদানি করা যাবে, এছাড়াও ঈদের মতো উৎসব ছাড়া  মোট ১৪০ দিন সিনেমা প্রদর্শন করা যাবে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh