নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৪ এএম | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৭ এএম
ফারাজ প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। ফাইল ছবি
বাংলাদেশের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ সব ধরনের অনলাইন প্লাটফর্মে প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
গত ১২ ফেব্রুয়ারি ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের সব সিনেমা হল ও সব ধরনের অনলাইন প্লাটফর্মে মুক্তি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন হলি আর্টিজনের ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ।
ঢাকার হোলি আর্টিজানে সংগঠিত নৃশংস হামলার ঘটনা নিয়ে ফারাজ নামে ছবি বানিয়েছেন মুম্বাইয়ের হংসল মেহতা। ছবিটি মুক্তি পায় ৩ ফেব্রুযারি। সিনেমাটি প্রযোজনা করছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার।